ডাটা রিকভারি কি, কেন এবং কিভাবে কাজ করে?

ডাটা রিকভারি কি

তথ্য প্রযুক্তির যুগে তথ্য বা ডাটা যে কত গুরুত্বপূর্ণ জিনিস তা সেই বুঝে, যে তার কোনো গুরুত্বপূর্ণ ডাটা বিভিন্ন ডিজিটাল স্টোরেজ থেকে হারিয়ে ফেলে। এমন পরিস্থিতির শিকার হননি, তেমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর যে বিষয়টি সবার আগে মাথায় আসে তা হলো-

 

‘ডাটা গুলো রিকভার করবো কীভাবে? এ বিষয়ে অনেকেরই তেমন ধারনা না থাকার কারণে ডাটা রিকভারি তো দূরের কথা, হিতে বিপরীত হয়। মূলত তাদের জন্যই আমরা আজকে ডাটা রিকভারি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যেখানে থাকবে – ডাটা রিকভারি কি, কেন ডাটা রিকভারি গুরুত্বপূর্ণ, ডাটা রিকভারি কিভাবে কাজ করে, ডাটা হারিয়ে বা নষ্ট হয়ে গেলে কি করা উচিত এবং বাংলাদেশের মধ্যে প্রফেশনাল ডাটা রিকভারি সার্ভিস কোথায় পাওয়া যায়, ইত্যাদি। তাহলে শুরু করা যাক –

 

ডাটা রিকভারি কি, কেন এবং কিভাবে কাজ করে?

 

আচ্ছা ছোট একটা গল্প দিয়ে শুরু করি – অনেক প্রতিক্ষার পর পাওয়া রিফাতের চাকরিটি আজ হারানোর পথে। সে একটি প্রাইভেট কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতো। গতকাল ভুলবসত সে তার অফিসের কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ডাটাবেজ ফাইল ডিলিট করে ফেলে। অফিস কর্তৃপক্ষ বিষয়টি জানার পর তাকে জানিয়ে দেয়, যেকোনো ভাবেই হোক, ফাইলগুলো যেন সে উদ্ধার করে। নতুবা তার চাকরি থাকবে না।

 

চাকরি হারানোর চিন্তায় রিফাত মন খারাপ করে রুমে বসে আছে। তার মন খারাপ দেখে রুমমেট সিয়াম জিজ্ঞাস করলো, “কী ব্যাপার রিফাত, ভাই! মন খারাপ করে বসে আছেন যে?” তারপর রিফাত সিয়ামকে বিস্তারিত খুলে বলার পর সিয়াম বললো, “এতো টেনশনের কী আছে? আপনি যে ডাটাগুলো ভুলে ডিলিট করছেন সেগুলো রিকভার করে নিলেই তো হয়।” রিফাত বললো, “কিন্তু এই ‘ডাটা রিকভারি’ জিনিসটা আসলে কী, কিভাবে ভুলে ডিলিট হওয়া ডাটা গুলো রিকভারি করবো?”

 

“ও আচ্ছা, আপনি এসব সম্পর্কে হয়তো তেমন জানেন না। আমি আপনাকে ‘Data Recovery’ সম্পর্কে এ টু জেড বিস্তারিত ধারনা দিচ্ছি।”

 

বর্তমানে আমরা তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি। প্রযুক্তির বিপ্লবই আমাদের জীবনমানকে অনেক এগিয়ে নিয়ে গেছে এবং সবকিছু সহজলভ্য করে দিয়েছে, আমাদের লাইফস্টাইলকে প্রতিনিয়ত উন্নত করছে। এক কথায় বলতে গেলে, বর্তমানে প্রযুক্তিই আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে।

 

এই যেমন স্মার্ট মোবাইল ফোন, কম্পিউটার আমাদের প্রত্যাহিত জীবনের এক অবিচ্ছেদ্য গ্যাজেট হিসেবে জায়গা করে নিয়েছে। এছাড়াও বিভিন্ন সার্ভার, ডিএসএলআর, ক্যামেরা, ড্রোন, সিসিটিভি সহ আরো অনেক ডিজিটাল স্টোরেজ আমরা ব্যবহার করে থাকি। আর এসবের মধ্যেই প্রয়োজনীয় যত ফটো, টেক্সট, অডিও, ভিডিও, ডাটাবেজ, ডকুমেন্টস অর্থাৎ যাবতীয় ডাটা সংরক্ষিত থাকে। এইসব অতিপ্রয়োজনীয় ডাটা গুলো হারিয়ে বা নষ্ট হয়ে যাক, এইটা আমরা কখনই চাই না।

 

ডাটা কী?

 

সাধারণ অর্থে ডাটা মানে তথ্য বা ইনফরমেশন। যেগুলো Photo, Text, Audio, Video, Documents ইত্যাদি যেকোনো ফরমেটে থাকতে পারে। আমাদের তথ্যগুলো মূলত এসব ফরমেটেই হার্ড ডিস্ক ড্রাইভ (HDD), সলিড স্টেট ড্রাইভ (SSD), পেন ড্রাইভ (Pendrive), এসডি কার্ড (SD Card), সিডি (CD), ডিভিডি (DVD) ইত্যাদি বিভিন্ন ডিজিটাল স্টোরেজে (Digital Storage) সংরক্ষণ করে থাকি। আর অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে এই মূল্যবান ডাটা গুলো ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ নষ্ট বা হারিয়ে যায়।

 

ডাটা কীভাবে ক্ষতিগ্রস্ত, নষ্ট বা হারিয়ে যেতে পারে?

 

অনাকাঙ্ক্ষিত অনেক ভাবেই আপনার খুব প্রয়োজনীয় ও মূল্যবান ডাটা সমূহ হারিয়ে যেতে পারে। তবে সাধারণত –

• ভুলে ফাইল ডিলিট হয়ে গেলে;
• হার্ডডিক্স ক্রাশ করলে বা অকেজো হয়ে গেলে;
• সফটওয়্যারে কোনো ত্রুটি দেখা দিলে;
• কোনো ভাইরাসের আক্রমণ হলে;
• ডাটা করাপশন হলে;
• হ্যাকিংয়ের শিকার হলে;
• অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা থাকলে;
• হার্ড ডিক্সের হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হলে;
• এমনকি বিদ্যুতের পাওয়ার উঠানামা করার ফলেও আপনার ডাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন কারণে হতে পারে।

এখন উপরোক্ত কোনো কারণে যদি আপনার মূল্যবান ডাটাগুলো হারিয়ে ফেলেন, তখন কী করবেন? নিশ্চয়ই ডাটাগুলো রিকভার করার চেষ্টা করবেন!

 

For any data recovery service, Visit us – 

Data Recovery Station: World Class Data Recovery Company in Bangladesh

 

 

আসুন, তার আগে জেনে নিই ‘ডাটা রিকভারি (Data Recovery)’ কী?

 

সাধারণত, হার্ড ডিস্ক ড্রাইভ (HDD), সলিড স্টেট ড্রাইভ (SSD), পেন ড্রাইভ (Pendrive), এসডি কার্ড (SD Card), রেইড সার্ভার (Raid Server) বা যেকোনো ডিজিটাল স্টোরেজ থেকে কোন গুরুত্বপূর্ণ ডাটা ডিলিট, নষ্ট বা হারিয়ে গেলে, সেই ডাটা সমূহ উদ্ধার করার প্রক্রিয়াকে ‘ডাটা রিকভারি’ বলে। অর্থাৎ আপনার যে ডাটা বা তথ্যগুলো কোনো কারণে হারিয়ে ফেলেছিলেন, সেগুলো কোনো টুলস, সফটওয়্যার বা হার্ডওয়্যার অথবা ডেডিকেটেড ডাটা রিকভারি ল্যাবের সাহায্যে নিবির পর্যবেক্ষণের মাধ্যমে উদ্ধার করাকেই ডাটা রিকভারি বলে।

 

আসলেই কি ডাটা রিকভার করা সম্ভব?

 

জি, অবশ্যই সম্ভব। বর্তমানে ডাটা রিকভারি প্রযুক্তিতে বেশ ভালো বিপ্লব ঘটেছে। তাই আজকাল বিভিন্ন কারণে নষ্ট বা হারিয়ে যাওয়া Data গুলোকে উদ্ধার করা সম্ভব হয়। তবে কত সহজে ডাটা গুলো রিকভার করা সম্ভব, সেটা নির্ভর করবে কীভাবে আপনার ডাটা গুলো হারিয়েছে এবং ডিজিটাল স্টোরেজ ডিভাইসটি কোন পজিশনে আছে, তার উপর।

 

ডাটা রিকভারি সার্ভিস
ডাটা রিকভারি সার্ভিস

 

কোনো কোনো ক্ষেত্রে ডাটা রিকোভার করতে কিছু Data Recover Tools বা Software এর প্রয়োজন হয়। আজকাল অনলাইনেই অনেক ভালো ভালো Data Recovery Software পাওয়া যায়, যেগুলো বেশ কার্যকরী। এগুলোর মধ্যে কিছু রয়েছে ফ্রি আর কিছু রয়েছে পেইড। তবে আপনাদের প্রতি সাজেশন থাকবে, গুরুত্বপূর্ণ কোনো কাজে অবশ্যই পেইড টুলস বা সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন।

 

আবার কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র ডাটা রিকোভারি টুলস বা সফটওয়্যার দিয়েও কাজ হয় না। অর্থাৎ অ্যাডভান্সড লেভেলের কেইস গুলো সরাসরি ল্যাবে নিয়ে হার্ডওয়্যারের পরীক্ষা-নিরিক্ষা, পর্যালোচনা করে অত্যান্ত সুক্ষ্মভাবে ডাটা রিকভার করতে হয়। অনেক ক্ষেত্রে আপনার ডিলিট বা ফরমেট হওয়া ডাটা গুলো হয়তো আপনি কোনো টুলস বা সফটওয়্যার দ্বারা রিকোভার করতে পারবেন। কিন্তু সবক্ষেত্রে এই রিক্স নেওয়া আপনার জন্য মঙ্গল নাও হতে পারে। আপনি যেহেতু Data Recovery সম্পর্কে এক্সপার্ট নন, তাই আপনার সামান্য ভুলেও চিরতরে হারিয়ে যেতে পারে আপনার মহামূল্যবান ডাটা গুলো।

 

সাধারণত ডিলিট বা ফরমেট হওয়া ডাটা, করাপ্টেড ফাইল রিকোভার করা আর ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হওয়া হার্ড ড্রাইভ হতে ডাটা রিকভারি করা এক নয়। এমতাবস্থায় ফ্রি বা স্বল্প মূল্যের কোনো টুলস বা সফটওয়্যার দিয়ে ডাটা রিকভার করা সম্ভব নাও হতে পারে। তাই এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে চেষ্টা করবেন অতি দ্রুত কোনো ডাটা রিকভারি এক্সপার্টের শরণাপন্ন হতে।

 

কিন্তু সমস্যা হলো, কোথায় পাবেন সেই ডাটা রিকভারি এক্সপার্টদের?

 

চিন্তার কোনো কারণ নেই, বাংলাদেশে রয়েছে “Data Recovery Station” আমরা ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস দিয়ে আসছি। বাংলাদেশে আমরাই সর্বপ্রথম এবং একমাত্র উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শতভাগ ডাটা রিকোভারি করে থাকি। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক ডাটা রিকোভারি ল্যাব যেখানে বিভিন্ন জটিল কেইস থেকেও শতভাগ পর্যন্ত ডাটা রিকভারি করা সম্ভব।  দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে আমরা ৮,০০০+ বিভিন্ন কর্পোরেট ব্যক্তি, ব্যাংক, মাল্টিন্যাশনাল কোম্পানি ও প্রযুক্তি প্রতিষ্ঠানের ডাটা রিকভারি করে দিয়েছি।

 

অত্যাধুনিক সব প্রযুক্তি ও উন্নতমানের ল্যাবে ডাটা রিকভারি এক্সপার্ট টিমের পক্ষে যেকোনো ডাটা যেকোনো ডিভাইস থেকে শতভাগ রিকভার করা সম্ভব। অতএব, চলে আসেন আমাদের ওয়ার্ল্ড ক্লাস ল্যাবে, আমাদের অভিজ্ঞ টিম আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া যে কোনো ডাটা রিকোভার করে দিতে সদা প্রস্তুত। দেশের ১ নম্বর টেকনোলজি নির্ভর প্রতিষ্ঠান “Data Recovery Station” এর সাথে থাকুন। এবং যেকোনো ডাটা রিকভারি করুন নিশ্চিন্তে।

 

 

বাংলাদেশে সবচেয়ে ডিফিকাল্ট ডাটা রিকভারি কেইসগুলো আমরাই সমাধান করি। এর পেছনের বড় একটা কারণ হলো, আমাদের রয়েছে বিভিন্ন দেশের নম্বর 1 টেকনোলজির কালেকশন এবং ডেডিকেটেড ডাটা রিকোভারি ল্যাব। এতএব আপনার প্রত্যেকটি ডাটা আমরা গুরুত্ব ও সফলতার সাথে রিকোভার করার নিশ্চয়তা দিয়ে থাকি।

 

নষ্ট/নন-ফাংশনাল/ইনএকসেসসিবল অথবা ফরম্যাটেড হার্ডডিস্ক থেকে ডাটা রিকভারি করা, অন্য কোথাও যা অসম্ভব বলছে। সেটা থেকে ডাটা রিকভারি করাই আমাদের মূল স্পেশালিটি।

 

ফিজিক্যাল ড্যামেজ হার্ডডিস্ক থেকে ডাটা রিকভারি, ল্যাপটপ সার্ভিসিং এর দোকানে বা বাসায় বসে কিংবা কর্পোরেট অফিসের আইটি ডিপার্টমেন্টে বসে সম্ভব না। কারণ এর জন্য উন্নতমানের স্পেশাল ইকোয়েপমেন্ট, Class 100 Clean facility এবং ডেডিকেটেড ডাটা রিকভারি ল্যাবের দরকার হয়। ডাটা রিকভারি খুব সেনসিটিভ ও টেকনিক্যাল বিষয়। ডাটা লস হওয়ার পর, যারতার নিকট সমাধান খুঁজার চেষ্টা না করে অবশ্যই বিশ্বস্ত এবং অভিজ্ঞ কোনো প্রতিষ্ঠানের শরণাপন্ন হবেন, তাহলে আপনার গুরুত্বপূর্ণ ডাটা গুলো শতভাগ ফিরে পাবেন।

 

ডাটা রিকভারিতে ব্যর্থতা ও সফলতার পরিসংখ্যান।

 

যেহেতু প্রযুক্তির যুগ, আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে এমন অনেক ডাটাই সংরক্ষণ করে রাখতে হয়। বিশেষত বিভিন্ন কোম্পানির যাবতীয় ডাটাবেজ সমূহ বিভিন্ন ডিজিটাল স্টোরেজেই সংরক্ষিত থাকে। আর এসব সংরক্ষিত ডাটা সমূহ অনেকাংশে যথেষ্ট সিকিউরিটি মেইনটেন করে রাখা হয় না। যার ফলেই ঘটে বিপত্তি।

 

• Varonis কর্তৃক 2019 Global Data Risk Report এর তথ্যমতে সারাবিশ্বের যত কোম্পানির ব্যবহৃত ফাইল আছে তাদের ২২% ফাইল কোনো সিকিউরিটি ছাড়াই যে কেউ ব্যবহার করতে পারে।

 

• সারাবিশ্বের ২৮% ডাটা ম্যালওয়ার এ আক্রান্ত হয়।

 

• ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী হার্ড ড্রাইভের ক্রাশের হার ১.০৭%। শুধুমাত্র USA তে প্রতি সপ্তাহে ১৪০,০০০ হার্ড ড্রাইভ ক্রাশ করে।

 

• ৪০% ছোট বিজনেস প্রতিষ্ঠানগুলোর যাবতীয় ডাটার এক্সেস হ্যাকারদের কাছে থাকে। এবং হতাশার বিষয় হলো, তাদের মধ্যে ৫০% এর অধিক বিজনেস প্রতিষ্ঠান এটা বুঝতেই পারে না।

 

• বছরে প্রায় ২০% ছোট বিজনেস প্রতিষ্ঠানের ডাটা হ্যাকিংয়ের শিকার হয়।

 

• ২২% ছোট কোম্পানি রেনস্যামওয়্যার ভাইরাসে আক্রান্ত হয়। তবে এক্ষেত্রে ৯৭% ডাটাই রিকোভারি করা সম্ভব হয়। যদিও ততক্ষণে কোম্পনিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রতি মিনিটে ৫,৬০০ ডলার।

 

অতএব আপনার নিজের বা কোম্পানির অসতর্কার কারণে যে কোনো সময় বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন। যদিওবা ডাটাগুলো পূনরায় উদ্ধার করা সম্ভব হয়।

 

ডাটা রিকভারি কীভাবে কাজ করে?

 

আপনি যখন কোনো ডাটা ভুলে বা ইচ্ছাকৃত ডিলিট করে ফেলেন; আপনি কি আসলেই ড্রাইভ হতে সেই ডাটা ডিলিট করতে পারেন? অবশ্যই না। আপনি যখন কোনো ডাটা আপনার ড্রাইভ থেকে ডিলিট করেন তখন সেটা আপনার অপারেটিং সিস্টেমে শো না করলেও ড্রাইভে ঠিকই থেকে যায়। এবং আপনি যতক্ষণ না নতুন কোনো ডাটা ড্রাইভে যুক্ত করছেন ততক্ষণ সেই ডিলিট করা ডাটাগুলো অক্ষত অবস্থায় থাকে৷ যা Recover করার পসিবিলিটি ১০০%।

 

ডাটা রিকভারি কিভাবে কাজ করে
ডাটা রিকভারি কিভাবে কাজ করে

এক্ষেত্রে ডাটা রিকভারি সফটওয়্যার গুলো অনেক জটিল এলগোরিদম ব্যবহার করে ড্রাইভে থাকা আপনার ডিলিটকৃত ডাটাগুলোর প্রকৃত লোকেশন খুঁজে বের করার চেষ্টা করে। যদি সেই টুলস বা সফটওয়্যার আপনার ডিলিটকৃত বা হারিয়ে যাওয়া ডাটাগুলোর সঠিক লোকেশনে বের করতে পারে তবেই আপনি আপনার ডাটাগুলো ফিরে পাবেন৷ নতুবা আপনাকে হতাশ হতে হবে।

 

তাই কখনো যদি এমন পরিস্খিতির শিকার হন তাহলে নিজে এক্সপার্ট না হলে যত দ্রুত সম্ভব একজন ডাটা রিকোভার এক্সপার্টের সম্মুখীন হবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ডাটা ডিলিট বা হারিয়ে গেলে ইন্টারনেট ব্রাউজ করা থেকে বিরত থাকবেন এবং তাৎক্ষণিক আপনার ডিভাইসটি বন্ধ করে ফেলবেন। নতুবা অজ্ঞাতবসত আপনার ড্রাইভে নতুন কোনো ডাটা যুক্ত হলেই ড্রাইভে রিড-রাইট প্রসেস চলবে। ফলে ডিলিটকৃত ডাটার উপর নতুন ডাটাগুলো প্রতিস্খাপিত হয়ে ওই ডাটাগুলো রিমুভ হয়ে যেতে পারে। পরে সেই ডাটাগুলো রিকোভার করতে পারার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে।

 

কীভাবে Data Recover করে?

 

স্বাভাবিকভাবেই ডাটা রিকোভারি কোনো সহজ কাজ নয়। এ সম্পর্কে এক্সপার্ট ছাড়া যে কারো দ্বারা ডাটা রিকোভারিতে সফল হবার সম্ভাবনা অনেক কম। আপনি যখন এ ধরনের কোনো সমস্যা নিয়ে কোনো ডাটা রিকোভারি এক্সপার্টদের শরণাপন্ন হবেন তখন সর্বপ্রথম তারা জানতে চাইবে, ‘আপনার ডাটাগুলো নষ্ট বা হারানোর কারণ কী?’ তারা বিস্তারিত জানার পর আপনার ড্রাইভটি নিয়ে ল্যাবে পরিক্ষা-নিরিক্ষা, পর্যালোচনা করার পর সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টায় মগ্ন থাকবে।

 

বিশেষত ড্রাইভের ফিজিক্যাল কোনো ক্ষতি হলে তা থেকে ডাটা রিকোভার করা বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার৷ এ ধরনের কাজগুলো নির্দিষ্ট ল্যাবে করতে হয়৷ ল্যাবটি হতে হয় বদ্ধ, অত্যান্ত পরিষ্কার ও নিয়ন্ত্রণ পরিবেশের। যেন একটি ধূলিকণাও হার্ডড্রাইভকে স্পর্শ করতে না পারে। কারণ একটি হার্ডড্রাইভকে পুরোপুরি অকেজো করার জন্য এতটুকুই যথেষ্ট। এমনকি ডাটা রিকোভারি এক্সপার্টদের কাজের সময় বিশেষভাবে ডিজাইন করা পোষাক পরিধান করতে হয়।

 

তারপর একজন এক্সপার্ট বিভিন্ন টুলস, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাধ্যমে কয়েকটি ধাপ অনুসরণ করে পূঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে ডিলিটকৃত ডাটাগুলোর লোকেশন খুঁজে বের করে ডাটা রিকভার করতে সক্ষম হন। আর আপনিও ফিরে পেতে পারেন আপনার মহামূল্যবান ডাটাগুলো।

 

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আপনার ডাটাগুলো শুধু মাত্র ডাটাই না। অনেক গুরুত্বপূর্ণ কিছু, অথবা ব্যক্তিগত অনেক কিছুই হতে পারে। তাই ডাটা রিকোভারি সার্ভিস নেয়ার জন্য আপনাকে প্রথমেই ভাবতে হবে, আপনি সেইফ হ্যান্ডে দিচ্ছেন তো? ল্যাব আছে কিনা? তাদের অভিজ্ঞতা কতটুকু? প্রয়োজনীয় টেকনোলজি আছে কিনা? নাকি শুধুই সাইন বোর্ড?

 

কারণ আপনার মূল্যবান ডাটাগুলো যারতার কাছে গেলে আপনার অনেক ক্ষতির কারণ হতে পারে। তাই এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে যারতার নিকট সমাধান খুঁজার চেষ্টা না করে অবশ্যই বিশ্বস্ত এবং এক্সপার্ট কোনো প্রতিষ্ঠানের শরণাপন্ন হবেন। অর্থের দিক থেকে কম-বেশি খরচ হলেও আপনার ডাটা যেন নিরাপদ থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন।

 

ডাটা রিকভারি
World Class Data Recovery Service in Bangladesh

এক্ষেত্রে Data Recovery Station হতে পারে আপনার বিশ্বস্ত ডাটা রিকোভারি প্রতিষ্ঠান। Data Recovery Station এর সাথে থাকুন, আপনার ডাটা সমূহকে নিরাপদে রাখুন।

 

আরও জানুন – 

 

সার্ভার কি? কত প্রকার ও কি কি এবং কিভাবে কাজ করে?

ডাটা রিকভারি এত ব্যয়বহুল কেন? বিস্তারিত জানুন

 

ডাটা রিকভারি সার্ভিস চার্জ সম্পর্কে ধারণা পেতে, নিচের দেওয়া লিঙ্কটি চেক করুন –

Data Recovery Pricing in Bangladesh

Share With

You may also like

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Most Popular Post

Have You Lost Data!

We have ability of recuperating your data from all kind of digital storage devices

Scroll to Top