HDD Surgery এর সঙ্গে আমাদের পথচলা

HDD surgery & DRS

HDD Surgery – নামটা শুনেছেন? ২০১৫/১৬ সাল থেকে বাংলাদেশে ‘HDD Surgery’ টার্মটি পরিচিতি হওয়া শুরু করে, আমাদের ডাটা রিকভারি স্টেশনের মাধ্যমেই।

 

“HDD Surgery” হচ্ছে ইউরোপের সার্বিয়াভিত্তিক একটি আন্তর্জাতিকমানের ডাটা রিকভারি টেকনোলজি কোম্পানি। প্রতিষ্ঠানটি হার্ডডিস্কের মেকানিক্যাল ফেইলিউরের জন্য পৃথিবীর সবচেয়ে নির্ভুল ও ইনোভেটিভ ডাটা রিকভারি টুলস ও প্রযুক্তি তৈরি করে – যা মাইক্রো লেভেলের জটিল ইস্যুগুলো নিখুঁতভাবে সমাধান করতে সহায়তা করে।

 

এ কারণেই আজ বিশ্বের শীর্ষস্থানীয় ডাটা রিকভারি কোম্পানিগুলো HDD Surgery-এর টেকনোলজি ব্যবহার করছে। এই টেকনোলজির সবচেয়ে বড় শক্তি হলো Preciseness – যা ডাটা রিকভারি ইন্ডাস্ট্রিতে শুধুই গুরুত্বপূর্ণ নয়, বরং অপরিহার্য।

 

✅ গুড নিউজ হচ্ছে – ২০১৬ সাল থেকে বাংলাদেশে একমাত্র Data Recovery Station-ই এই টেকনোলজি ব্যবহার করছে।

 

 

পৃথিবীর বেষ্ট অথেনটিক টেকনোলজির ব্যবহার শুধুমাত্র Data Recovery Station এ পাবেন – যা আপনাকে নিশ্চিত করবে আপনার হার্ডডিস্কটির সমস্যা সমাধানের জন্য পৃথিবীর সবচেয়ে Precise টেকনোলজি দিয়ে ডিল করা হচ্ছে।

 

এই ছবিতে আছেন:

 

➡️ HDD Surgery & Helpdisc-এর CEO Nikola Radovanović
➡️ Data Recovery Station-এর Founder এবং CEO – Md Mahbub Hossain

 

আমরা শুধু অত্যাধুনিক ও পৃথিবীর No-1 প্রযুক্তি ব্যবহারেই সীমাবদ্ধ না, গ্লোবাল ডাটা রিকভারি কমিউনিটির ও একটা অংশ।

 

আমাদের রয়েছে –

 

✅ ১৭ বছরের অভিজ্ঞতা
✅ ১৪,০০০+ সফল রিকভারি
✅ Trusted Globally
✅ ISO 9001:2015 Certified
✅ Class 100 Clean Lab Facility

 

আপনার ডাটাগুলো শুধু ডাটা নয়, এগুলো জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই যখন ডাটা রিকভারির দরকার হবে, তখন সেটা ফিরে পাওয়ার জন্য প্রয়োজন সবচেয়ে বিশ্বস্ত ও আধুনিক প্রযুক্তিতে গড়া একটি সিকিউর ল্যাব। যেখান থেকে আপনি শতভাগ নিশ্চিন্তে আপনার ডাটা ফিরে পেতে পারেন।

 

✅ যেকোনো ডাটা রিকভারি সার্ভিসের জন্য যোগাযোগঃ

 

🏠 Head Office & Lab: House # 9 (Ground Floor), Road # 9, Rupnagar R/A(Shiyal Bari), Mirpur-2, Dhaka, Bangladesh

 

📞 Phone:
+880-1758-377110

 

🏠 Multiplan Branch: Shop # 1035, Level # 10 Multiplan Center, 69-71, New Elephant Road, Dhaka, Bangladesh

 

📞 Phone:
+880 1778-377114

Share With

You may also like

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Most Popular Post

Have You Lost Data!

We have ability of recuperating your data from all kind of digital storage devices

Scroll to Top