এই যুগ হচ্ছে উদ্যোক্তা হওয়ার যুগ, এই যুগ হচ্ছে ব্যবসা করার যুগ। আমরা সবাই জানি দিন দিন চাকরি পাওয়া কতটা কঠিন হয়ে দাড়াচ্ছে। এই অবস্থা আমরা চাইলে ও খুব সহজে যেকোন চাকরি পাই না।
এর কারনে যুব সমাজের বড় একটা অংশকে কাটাতে হচ্ছে বেকারত্বের মধ্যে, যা জীবনে নিয়ে আসে চরম হতাশা। তাই আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি ১০ টি স্মার্ট ব্যবসা আইডিয়া, যা আপনি ও আপনার জীবনে এপ্লাই করে সফলতা নিয়ে আসতে পারেন। তাহলে আর দেরি না করে আসুন মুল কন্টেন্টে চলে যাই। এখানে রয়েছে অনলাইন ব্যবসার আইডিয়া এবং অফলাইন ব্যবসার আইডিয়া দুটোই, আপনি আপনার পছন্দ মত একটা ব্যবসা পছন্দ করে শুরু করতে পারেন।
১০ টি স্মার্ট ব্যবসা আইডিয়া | জনপ্রিয় ১০টি ব্যবসার ধারণা
এখানে আপনাদের জন্য ১০ টি অসাধারন বিজনেস আইডিয়া দেওয়া হয়েছে। আপনারা এর মধ্যে যেকোন একটা অনুসরন করে আপনাদের জীবনকে পাল্টে দিতে পারেন, একজন সফল উদ্যোক্তা হিসেবে।
ফার্নিচার শপ
আমাদের দেশে ফার্নিচারের চাহিদা অনেক বেশী। কিন্তু মানসম্মত ফার্নিচার পাওয়া খুবই দুরূহ ব্যাপার। এই কোয়ালিটির জায়গাটাই এখানে অনেক বড় একটা বিজনেসে অপরচুনিটি রেখে দিয়েছে। আপনি চাইলে একটা ফার্নিচার শপ দিয়ে দিতে পারেন। তবে আপনার যদি এই ব্যাপারে পুর্ন ধারনা এবং ভালো পরিমান বাজেট থাকে, তাহলে সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে নিজে ফার্নিচার বানিয়ে সেটা সেল করতে পারেন। এর জন্য আপনার দরকার একটা ওয়ার্কশপ এবং কিছু দক্ষ মিস্ত্রী যারা ফার্নিচার বানাতে জানে।
কফি শপ
কফি শপের আইডিয়াটা খুব বেশী কমন মনে হলে ও , এটা খুবই ইফেক্টিভ একটা বিজনেস আইডিয়া, যা আপনি খুব সহজেই শুরু করতে পারেন। কফি শপ খুলতে গেলে আপনার খুব বেশী টাকা লাগবে না। একই ভাবে, এটার জন্য খুব বড় স্পেসের বা খুব বেশী ইনস্ট্রুমেন্টের ও দরকার নাই।
তবে হ্যা, কফি শপের জন্য লোকেশন নির্ধারন করা খুবই টাফ একটা কাজ। কারন যেখানে সেখানে কফি শপ দিয়ে রাখলে সেটা চলার সম্ভাবনা খুবই কম। তাই আপনাকে আগে লোকেশন সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে এবং রিসার্চ করে দেখতে হবে আপনার এরিয়ার মধ্যে এক্সাক্টলি কোথায় আপনি কফি শপ করলে সবচেয়ে বেশী কাস্টমার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ই-কমার্স বিজনেস
এবার কথা বলছি অনলাইন বিজনেস নিয়ে। ই-কমার্স এমন একটা বিজনেস প্লাটফর্ম, যে কেউ চাইলেই এখানে ব্যবসা শুরু করতে পারে। আপনার যদি ইতোমধ্যে কোন পণ্য থেকে থাকে, যা আপনি সেল করতেছেন, সেটা আপনি চাইলে ই-কমার্সে কনভার্ট করে অনলাইনে সেল করতে পারেন। আমাদের দেশে এখন ই-কমার্স অনেক বড় একটা স্কেলে চলে গেছে এবং অনেক বেশী মানুষ এখন অনলাইনে কেনা-বেচা করছে।
তবে ই-কমার্স শুরুর পুর্বে সেটা নিয়ে পুর্নাঙ্গ ধারনা নেওয়াটা খুবই জরুরি। প্রতিটা খুঁটিনাটি স্টেপ সম্পর্কে ধারনা থাকাটা জরুরি, না হলে এই ইন্ডাস্ট্রিতে লস করার একটা অনেক বড় সম্ভাবনা থেকেই যায়।
Read More: কম্পিউটার ফাস্ট রাখার উপায় ও স্লো হওয়ার কারণ
ফটোগ্রাফি/ভিডিওগ্রাফি সার্ভিস
ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সার্ভিসের প্রচলন দিন দিন বেড়েই চলেছে। মানুষ তাদের যেকোন অনুষ্ঠানকে ক্যামেরা বন্দি করে রাখতে ভালোবাসে। সেটা হোক ভিডিও আকারে কিংবা স্টিল ইমেজ আকারে। তাই এই ইন্ডাস্ট্রিতে কাজের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। আপনি চাইলে এই বিষয়ে কোর্স করে বা অনলাইনে শিখে কাজ শুরু করতে পারবেন।
যদি আপনার ফটো এবং ভিডিওর কোয়ালিটি মানসম্মত হয়, তাহলে আপনি খুব সহজেই গ্রো করতে পারবেন। কোয়ালিটি ভালো না হলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে।
Read More: Drone Camera Video Recovery Service In Bangladesh
ট্রাভেলস এন্ড ট্যুরিজম
ট্রাভেলসের ব্যবসা যথেষ্ট লাভ জনক, যদি আপনি সেটা সাকসেসফুলি চালাতে পারেন। এমন অনেক মানুষ আছেন, যারা রেডিমেড প্যাকেজ ক্রয়ের মাধ্যমে বিদেশ ভ্রমণ করতে পছন্দ করেন। কারন এমন প্যাকেজ কিনে ঘুরতে গেলে ব্যাপারটা অনেক বেশী সাশ্রয়ী হয়ে থাকে। তাই আপনি চাইলে মানুষকে ট্যুর এরেঞ্জ করে দেওয়ার প্যাকেজ বানিয়ে সেল করতে পারেন।
ইলেকট্রিক শপ
ইলেকট্রিক বিভিন্ন প্রোডাক্টের চাহিদা অনেক বেশী আর এই চাহিদা দিন দিন শুধু বাড়ছেই। আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে একটা শপ শুরু করতে পারেন।
ব্লগিং
ব্লগিং আরেকটি অনলাইন বিজনেস আইডিয়া। এখানে আপনাকে একটা তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করতে হবে নির্দিষ্ট কোন একটা টপিকের উপর। আপনার ব্লগে আপনি যত বেশী কন্টেন্ট দিতে থাকবেন, সেটা তত বেশী সমৃদ্ধ হতে থাকবে। তাই আপনি চাইলে ব্লগিং করে ভালো একটা পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। বর্তমান সময়ে এই প্রফেশনে প্রচুর মানুষ রয়েছে এবং সবাইই ভালো ভাবে কাজ করতেছে।
এই ১০ টা ছাড়া ও আরো অসংখ্য বিজনেস আইডিয়া রয়েছে যা আপনি চাইলেই আপনার লাইফে এপ্লাই করতে পারেন এবং সেখান থেকে ভালো একটা পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। আশা করি, এই স্মার্ট ব্যবসা আইডিয়া গুলো আপনাদের কাজে লাগবে এবং এসব ইউজ করে আপনি লাভবান হবেন।