বাজারে নানা ব্র্যান্ডের হার্ডডিস্ক এভেলএবল রয়েছে। কিন্তু আপনার আমার জন্য আদর্শ হার্ডডিস্ক কোনটা আর কি দেখে আমরা সঠিক হার্ডডিস্ক বাছাই করব আমাদের কাজের জন্য? এই সব কয়টা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের পোস্ট ‘কোন ব্র্যান্ডের হার্ডডিস্ক ভালো? এবং কেনার আগে কি দেখতে হবে?
এই পোস্টে আমরা কিছু রেগুলার এবং কিছু পোর্টেবল হার্ডডিস্ক সম্পর্কে জানবো।
হার্ডডিস্ক কেনার আগে যা দেখতে হবে
হার্ডডিস্ক কেনার আগে কিছু ফ্যাক্টর আপনাকে সিউর হয়ে নিতে হবে। এর মধ্যে অন্যতম ৫ টি ফ্যাক্টর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।
স্টোরেজ ক্যাপাসিটি
এমন অনেকেই আছেন, যাদের কাজের জন্য ৫০০ জিবি স্টোরেজ হলেই মোর দ্যান এনাফ আবার অনেকেই আছেন যাদের কাছে ২ টিবি ও কম মনে হয়। সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে আপনার হার্ডডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি কেমন হবে সেটা ডিসাইড করতে হবে।
স্বাভাবিকতই আপনি যত বেশী স্টোরেজওয়ালা ড্রাইভ নিতে চাইবেন, আপনার খরচ ও বেশী আসবে।
ডাটা প্রসেসিং স্পীড
সব হার্ডডিস্কের ডাটা প্রসেসিং স্পীড সেম থাকে না। সব মিলিয়ে যদি ও একটা এভারেজ স্পীড আছে তবু ও ব্র্যান্ড টু ব্র্যান্ড এটা অনেকটাই ভ্যারি করে।
হার্ডডিস্কের স্পীড হিসেব করা হয় RPM নামক একটা এককে, এর মিনিং মুলতঃ Revolutions Per Minute, সাধারণত যেকোন হার্ডডিস্কের RPM একদম নিচে 1200 পর্যন্ত হতে পারে। আবার ম্যাক্সিমাম ভালো কোয়ালিটির ডেস্কটপ এবং ল্যাপটপেই এখন 5400 থেকে 7200 RPM এর হার্ডডিস্ক ব্যবহার হয়ে থাকে।
তার মানে, আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার কত RPM এর হার্ডডিস্ক দরকার, এর উত্তর হলো, আপনার বাজেট এবং আপনার প্রয়োজন।
আমি পার্সোনালি মনে করি, একটু বেশী বাজেট হলে ও ভালো কোয়ালিটির হাই আর পি এম ওয়ালা হার্ডডিস্ক নেওয়াটাই বেটার এবং রিলায়েবল।
দাম
হার্ডডিস্কভেদে ইন্টারফেস, ফর্ম ফ্যাক্টর, সিক টাইম, রোটেশন স্পীড, আইডল মোড এসব বিভিন্ন ফাংশনালিটি আলাদা আলাদা এবং কম বেশী হয়ে থাকে। যার ফলে এর দামে ও থাকে তারতম্য।
তবে একটা জিনিস সত্য যে, ক্যাপাসিটি সেম হলে দামে খুব বেশী তারতম্য সাধারণত থাকে না হার্ডডিস্কের ক্ষেত্রে, তবে ভালো ব্র্যান্ডের কিংবা ভালো ম্যানুফেকচারারদের হার্ডডিস্ক সব সময়ই ভালো প্রাইসে সেল হয়।
সেক্ষেত্রে আপনাকে একটু ওয়াইজলি ডিসিশন নিতে হবে যে আপনার এক্সাক্টলি কোন ড্রাইভটা প্রয়োজন।
ডিউরেবিলিটি
সব হার্ডডিস্কের ডিউরেবিলিটি একরকম হবে না, এটাই স্বাভাবিক। ব্র্যান্ড এবং বিভিন্ন ফিচারসভেদে বিভিন্ন হার্ডডিস্কের ডিউরেবিলিটিতে বেশ ফারাক থাকতে পারে।
তো আপনি কিভাবে বুঝবেন, কোন ড্রাইভের ডিউরেবিলিটি কেমন?
সেটার জন্য আমি মনে করবো, অনলাইনে রিভিউ চেক করা উচিত। এমন অনেক এক্সপার্ট ব্লগ রয়েছে যেখানে তারা সব ধরনের পিসি পার্টস রিভিউ করে থাকে এবং সেটার সম্ভাব্য লাইফটাইম ও টেস্ট করে থাকে।
আমরা ও আমাদের ব্লগ এসব প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো খুবই দ্রুত, আপনারা এখানেই সব তথ্য পেয়ে যাবেন, আশা করছি।
তো ডিউরেবিলিটি সম্পর্কে জেনে এবং বুঝেই আপনার হার্ডডিস্ক বাছাই করা উচিত।
ম্যানুফেকচারার
কে এই হার্ডডিস্কটা ম্যানুফেকচার করছে এটা অনেক বড় একটা ফ্যাক্টর। অনেক সময় দেখা যায় আমরা হাই ক্যাপাসিটি এবং হাই স্পীডের ড্রাইভ কম দামে পেয়ে যাই, কারন হচ্ছে সেটা ভালো কোন ম্যানুফেকচারারের তৈরি করা নয়।
সেজন্য সব সময় হার্ডডিস্ক কেনা আগে ব্র্যান্ড সম্পর্কে ভালো ধারনা রাখতে হবে, এতে করেই আপনি ভালো একটা হার্ডডিস্ক বাছাই করতে সক্ষম হবে।
আমাদের দেশে সেল হয়, এমন কিছু ভালো হার্ডডিস্ক ব্র্যান্ড হচ্ছেঃ Western Digital, Seagate Technology, Hitachi, Toshiba ইত্যাদি। আপনি যদি রিলায়েবল সার্ভিস এক্সপেক্ট করেন, তাহলে এদের মধ্য থেকে যেকোন একটাকে বাছাই করে নিতে পারেন।
বিঃদ্রঃ উপরোক্ট ফ্যাক্টর গুলোর সাথে সাথে পোর্টেবল হার্ডডিস্ক কেনার আগে আপনাকে মুলত USB Version, সাইজ এবং ওজন এসব কিছু তুলনা করে নিতে হবে। এতে করেই আপনি ভালো একটা পোর্টেবল হার্ডডিস্ক ও পেয়ে যাবেন।
সেরা ৫ টি পোর্টেবল হার্ডডিস্ক যা আপনার স্টোরেজকে আরো সমৃদ্ধ করবে
তো এখানে আমরা আপনাদের সাথে আমাদের দেশে মোস্টলি ইউজড এবং হাই-কোয়ালিটি ৫ টা পোর্টেবল হার্ডডিস্কের সাথে পরিচয় করিয়ে নিবো। নরমাল হার্ডডিস্কের মত পোর্টেবল হার্ডডিস্ক ও উৎপাদন করে Western Digital এবং Seagate, এছাড়া ও এই ইন্ড্রাস্ট্রি তে পপুলার নাম হচ্ছে ADATA, Transcend, G-Technology ইত্যাদি।
তাহলে দেখে নিন আমাদের সেরা ৫ টি পোর্টেবল হার্ডডিস্কের লিস্টঃ
1. Western Digital Elements 1TB Portable HDD
Capacity (GB): 1TB
Warranty: 3 Years
Model: WDBUZG0010BBK
Interface type: USB 3.0 Type-A
Enclosure: Small
Weight: 0.23 kg
Dimension: 4.35 x 3.23 x 0.59 in
2. Transcend 2TB USB 3.0 Ultra Slim External HDD
Capacity (GB): 2TB
Warranty: 3 Years
Model: TS2TSJ25C3N
Interface type: USB 3.0/USB 2.0
From Factor (Inch): 2.5″
RPM: 5400, Buffer (MB) – 8
3. Seagate Backup Plus Slim 2TB USB 3.0 External HDD
Capacity (GB): 2TB
Warranty: 3 Years
Model: STHN2000400
Interface type: USB
RPM: 5400
Supports Mac or Windows
4. G-Technology G DRIVE Mobile 1TB USB-C External Hard Drive
Capacity (GB): 1TB
Warranty: 2 Years
Model: G DRIVE Mobile 1TB
Interface type: USB 3.0
Up to 136 MB/s Data Transfer
5. Seagate Backup Plus Ultra Touch 1TB Portable HDD
Capacity (GB): 1TB
Warranty: 3 Years
Model: STHH1000300
Interface type: USB Type-C and USB 3.0
Supports Mac or Windows
উপরের ৫ টি হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত পোর্টেবল হার্ডডিস্ক, আপনি চাইলে এর মধ্যে আপনার বাজেট অনুযায়ী যেকোন একটা পছন্দ করে নিতে পারেন। এদের পারফর্মেন্স যথেষ্ট রিলায়েবল এবং ভালো।
তো আপনি এখন জানেন যে একটা হার্ডডিস্ক চুজ করার পুর্বে আপনাকে কি কি জিনিস জানতে হবে এবং কি কি ফ্যাক্টর মাথায় রাখতে হবে। আশা করছি, আপনি আপনার পরবর্তী হার্ডডিস্ক কেনার সময় এই ফ্যাক্টর গুলো এনালাইজ করে মাথায় রাখবেন।
1 thought on “কোন ব্র্যান্ডের হার্ডডিস্ক ভালো? কেনার আগে যা দেখতে হবে?”
Thanks for the appropriate knowledge.