আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ, সব কিছুতেই ফাইল এবং ডাটা স্টোরেজের জন্য যে স্টোরেজটা ব্যবহৃত হয়ে থাকে এর রয়েছে নানা প্রকারভেদ। তবে আমরা অধিকাংশ ক্ষেত্রেই হার্ডডিস্ক (HDD) এর ব্যবহার দেখে থাকি, সেটা হোক ডেস্কটপ কিংবা ল্যাপটপ।
কিন্তু হার্ডডিস্ক ছাড়া ও ফাইল স্টোরেজের জন্য রয়েছে আরো দুই ধরনের জনপ্রিয় স্টোরেজ ড্রাইভ, এসএসডি (SSD) এবং এসএসএইচডি (SSHD)।
এখন অনেকাংশে এসএসডির ব্যবহার ও বেড়েছে, বিশেষ করে যারা গেমিং বা ভিডিও এডিটিং পিসি বিল্ড করেন, তারা এটাকে প্রায়োরিটি দিয়ে থাকেন, অনেক বেশী।
তো আজকের এই পোস্টে আমরা মুলত আলোচনা করবো এই তিন প্রকারের কম্পিউটিং স্টোরেজ নিয়ে। জানার চেষ্টা করবো এদের মধ্যকার মুল পার্থক্য কি কি? এবং একজন ইউজার হিসেবে আপনাকে কোন স্টোরেজ বাছাই করে নিতে হবে।
এক্ষেত্রে আমরা অনেক গুলো ফ্যাক্টরকে বিবেচনা করব, এই ফ্যাক্টর গুলো অনুসারে বের করার চেষ্টা করবো আসলেই কোন ড্রাইভটা আপনার জন্য উপযোগী। তার আগে আসুন, প্রতিটা স্টোরেজ সম্পর্কে আলাদা আলাদা ভাবে জেনে নেওয়া যাক।
হার্ডডিস্ক (HDD) কি?
হার্ডডিস্ক হচ্ছে ট্র্যাডিশনাল কম্পিউটার ফাইল এবং ডাটা স্টোরেজ, যা বহু বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে। হার্ডডিস্কের বহুল ব্যবহারের পিছনে অন্যতম বড় কারন হচ্ছে এর অনেক বেশী ডাটা ধারন ক্ষমতা আর দামে সস্তা।
হার্ডডিস্কে থাকে এক প্রকার স্পিনিং ডিস্ক, যার স্পীডের উপর নির্ভর করে ওই ড্রাইভে কত দ্রুত ডাটা রীড বা রাইট করা যাবে। একটা এভারেজ হার্ডডিস্কে ডাটা রীড এবং রাইট স্পীড থাকে ৮০-১৫০ মেগাবাইট/সেকেন্ড।
তবে হার্ডডিস্কে ডাটা হারানোর ভয় ও থাকে সেক্ষেত্রে আপনার নিকটস্থ হার্ডডিস্ক ডাটা রিকভারি সেন্টার আপনাকে হেল্প করতে পারে।
সুবিধাঃ
- দামে সস্তা
- সর্বত্র পাওয়া যায়
- অনেক বড় ডাটা স্টোরেজ পাওয়া যায়
- বেশী ফাইল স্টোরের জন্য আদর্শ
- ফেইলার রেট অনেকটাই কম আর কোন কোন প্রকার ক্রাশ করলে সহজলভ্য হার্ডডিস্ক ডাটা রিকভারি সার্ভিস তো আছেই
- হার্ডডিস্কের ডাটা রিকভারি করার সার্ভিস ও অনেক বেশী এভেলএবল
অসুবিধাঃ
- এসএসডির চেয়ে স্পীডে অনেক স্লো
- এসএসডির চেয়ে এটা একটু বেশী পাওয়ার নিয়ে থাকে, মুলত এর স্পিনিং ডিস্কের কারনে এতে অতিরিক্ত পাওয়ার খরচ হয়
- বর্তমান মার্কেটের এসএসডির চেয়ে এটা কম ডিউরেবল
- আকারে অনেক বড়
- ভিতরে স্পিনিং ডিস্ক থাকার কারনে অতিরিক্ত শব্দ তৈরি করে
এসএসডি (SSD) কি?
SSD বা সলিড স্টেট ড্রাইভ হচ্ছে এক প্রকার বিশেষ স্টোরেজ, কিন্তু এতে কোন প্রকার স্পিনিং ডিস্ক থাকে না, এর বদলে এর মধ্যে থাকে এক প্রকার মেমরি চিপ, যা এটাকে অনেক বেশী ফাস্ট কাজ করতে সাহায্য করে।
বর্তমানে এসএসডির চাহিদা অনেক বেশী, কারন বেশীর ভাগ গেমিং এবং ভিডিও এডিটিং পিসিতে এর ব্যবহার বেড়েছে। যেখানে হার্ডডিস্কের স্পীড ৮০-১৫০ মেগাবাইট/সেকেন্ড, সেখানে একটা এসএসডির স্পীড ২০০-৫০০ মেগাবাইট/সেকেন্ড পর্যন্ত হতে পারে। এতে করেই বুঝা যায় ইউজিং এক্সপেরিয়েন্স কোনটার ভালো।
সুবিধাঃ
- রিডিং রাইটিং স্পীড অনেক বেশী
- রিডিং রাইটিং স্পীড অনেক বেশী
- অনেক দ্রুত কম্পিউটার অন/অফ করতে সাহায্য করে
- এটা ব্যাটারি সেভার, আপনি যদি ল্যাপটপ ইউজার হয়ে থাকেন, তাহলে SSD আপনার ব্যাটারি লাইফ বাঁচাবে
- এটা আকারে অন্য ড্রাইভের থেকে ছোট, ফলে ওজন কম এবং ইজি টু ক্যারি
- যে কেউ চাইলেই খুব সহজে তার কম্পিউটারে একটা এসএসডি ইনস্টল করে নিতে পারবে, এটা এতটাই সহজ
- শুরুর দিকের এসএসডি গুলোর ফেইলার রেট অনেক হাই থাকলে ও এখন সেটা ফিক্সড হয়েছে
- ভালো এক্সপেরিয়েন্স সহ দীর্ঘ সময় ব্যবহার করতে চাইলে এসএসডিই বেটার সলিউশন
অসুবিধাঃ
২০০ থেকে ৫০০ জিবির SSD গুলোর দাম বাজেটের মধ্যে থাকলে ও এর চেয়ে বেশী ক্যাপিসিটি ওয়ালা SSD’র দাম সাধারণ পিসি বিল্ডারদের বাজেটের বাইরে
এসএসএইচডি (SSHD) কি?
হাইলাইটসঃ
- এটা স্পীডের দিক থেকে হার্ডডিস্কের অনেক উপরে থাকলে ও এসএসডির চেয়ে কিছুটা কম
- প্রতি গিগাবাইট খরচ হিসাব করলে এটা SSD থেকে সস্তা কিন্তু HDD থেকে দামি
- এটার পাওয়ার ইউজিং মাত্রাটা মোটামুটি মানের এভারেজ, এসএসডি থেকে বেশী পাওয়ার ইউজ করতে থাকে, প্রায় হার্ডডিস্কের মতই, কারন এতে ও স্পিনিং ডিস্ক রয়েছে
- হার্ডডিস্কের চেয়ে ও দ্রুত বুট হয়
- এসএসডির চেয়ে দামে অনেক সস্তা
- এটার কন্ট্রোলিং অনেক লিমিটেড, ফলে ড্রাইভ অপ্টিমাইজেশন অনেকটাই টাফ
আপনার জন্য কোনটি উৎকৃষ্ট?
আমরা এখানে চেষ্টা করেছি প্রতিটি ড্রাইভ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে। এবং প্রতিটি স্টোরেজের মধ্যকার সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং এদের খুঁটিনাটি সম্পর্কে বর্ননা করতে। এখন আপনার এক্সাক্টলি কোন ফিচারটি প্রয়োজন এবং কোনটি প্রয়োজন নেই সেটা আপনি ভালো জানেন।
অনেকেই আছেন, যাদের স্পীড দরকার নাই কিন্তু লো-বাজেট স্টোরেজ দরকার। আবার অনেকেই আছেন বাজেট কোন ফ্যাক্ট নাহ, তাদের প্রচুর স্পীড দরকার।
সো আপনি আপনার প্রয়োজন এবং পছন্দ অনুসারে এখান থেকে যেকোন একটা স্টোরেজ টাইপ পছন্দ করে নিতে পারেন।
তবে হ্যাঁ, আপনার যদি বাজেট ভালো থাকে আর আপনি যদি গেমার/ভিডিও ইডিটর হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এসএসডি হবে একদম উৎকৃষ্ট স্টোরেজ। কারন এটা আপনার গেমিং এবং ইডিটিং এক্সপেরিয়েন্সকে অন্য একটা মাত্রায় নিয়ে যাবে।
আপনি যদি রেগুলার হার্ডডিস্ক ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনার পিসিতে একটা এসএসডি লাগিয়ে ওখানে উইন্ডোজ বুট করলেই বুঝতে পারবেন, আগের চেয়ে কতটা ফাস্ট আপনার পিসি অন/অফ হচ্ছে এবং বিভিন্ন প্রোগ্রাম কতটা দ্রুত কাজ করতেছে।
আবার আপনি যদি লো-বাজেট পিসি বিল্ডার হয়ে থাকেন, যার স্পীড কোন কনসার্ন নাহ, শুধু বেশী ডাটা স্টোরেজ দরকার, তিনি চোখ বন্ধ করে হার্ডডিস্ক বা এসএসএইচডি কিনতে পারেন, কারন এই স্টোরেজ গুলো ও এখন ও ডাটা স্টোরিং এর জন্য অনেক বেশী রিলায়েবল।
হার্ডডিস্ক ক্রাশ করলে হার্ডডিস্ক ডাটা রিকভারি করার জন্য আমাদের সার্ভিস গুলোতে চোখ বুলিয়ে দেখতে পারেন, এক্সপার্ট ডাটা রিকভারি ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এখানে যত্ন সহকারে আপনাদের দরকারী ডাটা রিকভার করে থাকি।
1 thought on “হার্ডডিস্ক vs এসএসডি vs এসএসএইচডি | কোনটি আপনার জন্য?”
আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হলাম